Surah Al-Adiyat - Bengali Translation by Zohurul Hoque
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা
Surah Al-Adiyat, Verse 1
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে
Surah Al-Adiyat, Verse 2
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
আর যারা ভোরে অভিযান চালায়
Surah Al-Adiyat, Verse 3
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
আর তার ফলে যারা ধূলো উড়ায়
Surah Al-Adiyat, Verse 4
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
Surah Al-Adiyat, Verse 5
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ
Surah Al-Adiyat, Verse 6
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
Surah Al-Adiyat, Verse 7
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
Surah Al-Adiyat, Verse 8
۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে
Surah Al-Adiyat, Verse 9
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে
Surah Al-Adiyat, Verse 10
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ
নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।
Surah Al-Adiyat, Verse 11