Surah Abasa - Bengali Translation by Muhiuddin Khan
عَبَسَ وَتَوَلَّىٰٓ
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
Surah Abasa, Verse 1
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
Surah Abasa, Verse 2
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত
Surah Abasa, Verse 3
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
Surah Abasa, Verse 4
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
পরন্তু যে বেপরোয়া
Surah Abasa, Verse 5
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
আপনি তার চিন্তায় মশগুল।
Surah Abasa, Verse 6
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
Surah Abasa, Verse 7
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
যে আপনার কাছে দৌড়ে আসলো
Surah Abasa, Verse 8
وَهُوَ يَخۡشَىٰ
এমতাবস্থায় যে, সে ভয় করে
Surah Abasa, Verse 9
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
আপনি তাকে অবজ্ঞা করলেন।
Surah Abasa, Verse 10
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
Surah Abasa, Verse 11
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
Surah Abasa, Verse 12
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
এটা লিখিত আছে সম্মানিত
Surah Abasa, Verse 13
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
উচ্চ পবিত্র পত্রসমূহে
Surah Abasa, Verse 14
بِأَيۡدِي سَفَرَةٖ
লিপিকারের হস্তে
Surah Abasa, Verse 15
كِرَامِۭ بَرَرَةٖ
যারা মহৎ, পূত চরিত্র।
Surah Abasa, Verse 16
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ
Surah Abasa, Verse 17
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন
Surah Abasa, Verse 18
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
Surah Abasa, Verse 19
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
অতঃপর তার পথ সহজ করেছেন
Surah Abasa, Verse 20
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
Surah Abasa, Verse 21
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
Surah Abasa, Verse 22
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
Surah Abasa, Verse 23
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক
Surah Abasa, Verse 24
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি
Surah Abasa, Verse 25
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি
Surah Abasa, Verse 26
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য
Surah Abasa, Verse 27
وَعِنَبٗا وَقَضۡبٗا
আঙ্গুর, শাক-সব্জি
Surah Abasa, Verse 28
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
যয়তুন, খর্জূর
Surah Abasa, Verse 29
وَحَدَآئِقَ غُلۡبٗا
ঘন উদ্যান
Surah Abasa, Verse 30
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
ফল এবং ঘাস
Surah Abasa, Verse 31
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
Surah Abasa, Verse 32
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে
Surah Abasa, Verse 33
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে
Surah Abasa, Verse 34
وَأُمِّهِۦ وَأَبِيهِ
তার মাতা, তার পিতা
Surah Abasa, Verse 35
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
Surah Abasa, Verse 36
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
Surah Abasa, Verse 37
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল
Surah Abasa, Verse 38
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
সহাস্য ও প্রফুল্ল।
Surah Abasa, Verse 39
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
Surah Abasa, Verse 40
تَرۡهَقُهَا قَتَرَةٌ
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
Surah Abasa, Verse 41
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
তারাই কাফের পাপিষ্ঠের দল।
Surah Abasa, Verse 42