Surah Abasa - Bengali Translation by Zohurul Hoque
عَبَسَ وَتَوَلَّىٰٓ
তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন
Surah Abasa, Verse 1
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।
Surah Abasa, Verse 2
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল
Surah Abasa, Verse 3
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত
Surah Abasa, Verse 4
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে
Surah Abasa, Verse 5
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।
Surah Abasa, Verse 6
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।
Surah Abasa, Verse 7
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে
Surah Abasa, Verse 8
وَهُوَ يَخۡشَىٰ
আর সে ভয় করছিল
Surah Abasa, Verse 9
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।
Surah Abasa, Verse 10
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা
Surah Abasa, Verse 11
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।
Surah Abasa, Verse 12
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
সম্মানিত পৃষ্ঠাগুলোয়
Surah Abasa, Verse 13
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
সুউন্নত, সুপবিত্র
Surah Abasa, Verse 14
بِأَيۡدِي سَفَرَةٖ
লেখকদের হস্তাক্ষরে
Surah Abasa, Verse 15
كِرَامِۭ بَرَرَةٖ
সম্মানিত, গুণান্নিত।
Surah Abasa, Verse 16
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।
Surah Abasa, Verse 17
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন
Surah Abasa, Verse 18
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন
Surah Abasa, Verse 19
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন
Surah Abasa, Verse 20
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন
Surah Abasa, Verse 21
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।
Surah Abasa, Verse 22
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।
Surah Abasa, Verse 23
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক
Surah Abasa, Verse 24
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়
Surah Abasa, Verse 25
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে
Surah Abasa, Verse 26
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
তারপর তাতে আমরা জন্মাই শস্য
Surah Abasa, Verse 27
وَعِنَبٗا وَقَضۡبٗا
আর আঙ্গুর ও শাকসবজি
Surah Abasa, Verse 28
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
আর জলপাই ও খেজুর
Surah Abasa, Verse 29
وَحَدَآئِقَ غُلۡبٗا
আর ঘন গাছপালাময় বাগান
Surah Abasa, Verse 30
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
আর ফলফসল ও তৃণলতা
Surah Abasa, Verse 31
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।
Surah Abasa, Verse 32
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে
Surah Abasa, Verse 33
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে
Surah Abasa, Verse 34
وَأُمِّهِۦ وَأَبِيهِ
আর তার মাকে ও তার বাবাকে
Surah Abasa, Verse 35
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।
Surah Abasa, Verse 36
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।
Surah Abasa, Verse 37
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল
Surah Abasa, Verse 38
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
হাসিমাখা, আনন্দমুখর
Surah Abasa, Verse 39
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি
Surah Abasa, Verse 40
تَرۡهَقُهَا قَتَرَةٌ
কালো- আঁধার তাদের ঢেকে ফেলবে।
Surah Abasa, Verse 41
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।
Surah Abasa, Verse 42